
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে নওগাঁ সরকারি কলেজে বঙ্গবন্ধু কর্ণার ৩১ আগস্ট, ২০১৯ উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন সম্মানিত প্রাক্তন অধ্যক্ষ মহোদয় অধ্যাপক মানিক কুমার সাহা। এ সময় কলেজের উপাধ্যক্ষ মহোদয় প্রাক্তন অধ্যাপক মো: খাজা আব্দুল গণি, শিক্ষক পরিষদের সম্পাদক, বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মুজিব কর্ণার উদ্বোধন পরবর্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন, বঙ্গবন্ধু কর্নারে পুষ্প স্তবক অর্পণ, বিশেষ মোনাজাত এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়।